ঢাকা, রবিবার, ১৯ মে, ২০২৪

বেনাপোলে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বেনাপোলে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে কেক কাটা, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার বিকালে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, পায়রা এবং বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করা হয়।


ছাত্রলীগ নেতা আকুল হোসাইন ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘ছাত্র রাজনীতির পাশাপাশি লেখাপড়া চালিয়ে যেতে হবে। স্বাধীন বাংলাদেশের জন্ম হওয়ার আগে ও পরে ছাত্রলীগ সকল আন্দোলনের সূতিকাগার। তাই নিজেদের লেখাপড়া শিখে আগামী দিনের জন্য যোগ্য হতে হবে।’


আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগ নেতা  নাসির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-ছাত্রলীগ নেতা টুটুল ,সোহেল, লিটন ,বাপ্পি,শিমুল, ইয়াসিন, রিমন ,রাকিব ,সানি , বাদশা,রাকিব, ভুবন,আব্দুল্লাহ মেহেদী, হৃদয়,
ফাহাদ,সজীব, তাজ ,ইমন,নোমান প্রমুখ।

ads

Our Facebook Page